৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগপ্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে নওগাঁয় প্রতিবাদ সভা করেছেন শিক্ষার্থীরা। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, রাফি রেজুয়ান, সাদনান সাকিব, মেহেদী হাসান, রাফিউল বারি রাজন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, লটারি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ সম্পূর্ণ হয়েছে যা মৌখিকভাবে জানালেও সম্পূর্ণ প্রক্রিয়া সংবাদমাধামে প্রকাশ না হওয়ায় জনমনে নেতিবাচক ধারণা হয়েছে। লটারির সময় সাংবাদিকদের উপস্থিত রাখার কথা বলা হলেও সেখানে কোনো সাংবাদিক ছিলেন না। সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টার প্রতি তিন দফা দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।