লালমনিরহাটের হাতীবান্ধায় চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
কৃষকরা জানান, লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য ভুট্টা। সেই ভুট্টা আবাদের মৌসুম শুরু হয়েছে। জেলার সব চেয়ে বেশি ভুট্টার চাষ হয় হাতীবান্ধা উপজেলায়। শুরুতেই সারসংকটের খবরে দিশাহারা হয়ে পড়েছেন তারা। কৃষকদের ঘণ্টাব্যাপী অবরোধে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইউএনও শামীম মিঞা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কৃষক আবদুর রহিম ও জাহিদুল ইসলাম জানান, তাদের তিন বিঘা জমির জন্য ইউরিয়া সার প্রয়োজন। কয়েক দিন ঘুরেও তিনি সার পাননি। তাদের অভিযোগ, কৃষকদের সার না দিয়ে বেশি দামে সার খুচরা ও কালোবাজারে বিক্রি করছেন ডিলাররা। দুর্নীতিবাজ ডিলার ও কৃষি কর্মকর্তার অপসরণ দাবি করেন তারা। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাইখুল আরেফিন বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। মাসের শেষ দিন তাই এমনটা হতে পারে। এক দিন পরই নতুন মাসের বরাদ্দের সার আসছে। তখন কোনো সংকট থাকবে না। হাতীবান্ধার ইউএনও জানান, সারের মজুত ও বিক্রির হিসাব নেওয়া হচ্ছে। হিসাবে গরমিল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।