নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুটি শাখা থেকে ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আলমগীর হোসেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ছিলেন। শনিবার রাতে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া এনআইডি কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে ব্যাংকের দুটি শাখা থেকে ঋণ হিসেবে ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভ্যন্তরীণ তদন্তে তার সত্যতা মেলে। গত ২০ অক্টোবর দুদক দুটি মামলা করে।