যশোরে অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার মধুগ্রামে এ অভিযান চালানো হয়। আটক লিটন উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলামের ছেলে। গতকাল এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, লিটনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।