গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চালক ও তার চাচাকে কুপিয়ে জখম করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোররাতে উপজেলার খাগড়বাড়িয়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত চালক হাদিয়ার খান (৩০) ও তার চাচা বাদল খান (৬০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি। ইজিবাইক উদ্ধারসহ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় লিখিত অভিযোগ পাইনি।