হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মসজিদের জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কৃষ্ণনগর গ্রামে এই সংঘর্ষ হয়। গুরুতর আহত অন্তত ১০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মসজিদের জমি চাষ করা নিয়ে গ্রামের বাসিন্দা আব্দুল হেকিমের সঙ্গে হালীম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকালও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যও আহত হন।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে কৃষ্ণনগর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।