১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদারমুক্ত হয় পঞ্চগড়। দিবসটি উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সায়খুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।