কক্সবাজারের বদরখালীতে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাতে মাতারবাড়ী কোস্টগার্ড অভিযান চালিয়ে চকরিয়ার বদরখালী ফিশারি ঘাট থেকে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ১০টি ট্রলিং জালসহ ৫০০ কেজি মাছ জব্দ করা হয়।