লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিঁড়া মধুরাম এলাকায় সতী নদীর ওপর স্বেচ্ছাশ্রমে সেতু করেছে জেলা যুবদল। এতে প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধান হবে, বলছেন স্থানীয়রা।
গতকাল ভাসমান ওই সেতু উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, রাজপুর ইউনিয়নের এই স্বতি নদীটি দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। এই ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতু নির্মাণের ফলে এলাকাবাসীকে আর ৮/১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে বাজারে যেতে হবে না। স্কুলের ছাত্রছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কষ্ট দূর হবে।
এর আগে জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ বলেন, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের তথা বিএনপির প্রধান অঙ্গীকার। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুস ছালাম, জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী প্রমুখ।