মাগুরায় চাঁদার টাকা না পেয়ে রিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে সদর উপজেলা হাজরাপুর ইউনিয়ন উত্তর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ রিমা প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। এ ছাড়া হামলা ঠেকাতে গিয়ে তার বাঁ হাতের কবজিতে গুরুতর জখম হয়েছে।
রিমা খাতুন অভিযোগ করে বলেন, স্বামী প্রবাসে থাকার সুযোগে উত্তর নোয়াপাড়ার মৃত মুন্তাজ শিকদারের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফারুক শিকদার, ছেলে মিঠুন সিকদার ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দিতে পারায় গতকাল তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের মধ্যমা আঙুল কেটে পড়ে যায়। আঘাত ঠেকাতে গেলে বাঁ হাতের কবজিও গুরুতর জখম হয়। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, ট্রিপল নাইনে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।