দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : নগরের পতেঙ্গা থানার এলিভেটড এক্সপ্রেসওয়েতে উঠার সময় টোল প্লাজার পিলারের সঙ্গে ধাক্কা লেগে বাসের এক হেল্পারের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ (১৮) ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার বাসিন্দা। এর আগে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই একটি পিকআপের আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ শফিউল (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভোরে মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। শফিউল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় পিকআপচালক লোকমান হাসেম (৩৬) আহত হয়েছেন। এ ছাড়া গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় ট্রাকের ধাক্কায় খুরশেদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খুরশেদ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা। তিনি বাড়বকু এলাকায় বসবাস করতেন।
রাজবাড়ী : রাজবাড়ীর বসন্তপুর রেল ক্রসিং এলাকায় গতকাল সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মুরাদ হোসাইন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার বান্ধবী আহত হয়েছেন। মুরাদ সদর উপজেলার আহলাদিপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
হবিগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ট্রাক্টরের চাপায় হোসাইন আহমদ (৫০) গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া এলাকায় দুর্ঘটনায় আহত হন হোসাইন।
ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি এলাকায় গতকাল সকালে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সাহিদা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত শেখের মেয়ে।