নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একরামুল হক (৫৫) নাম এক ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ইউনিয়েনের রহমতপুর গ্রামে বসবাস করে আসছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। ছিনতাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।