রাজবাড়ীর পাংশায় হেলাল বিশ্বাস (৫৩) নামের এক কৃষক সাপের কামড়ে আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার শাহীমিরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। হেলাল শাহীমিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে। জানা গেছে, গতকাল পদ্মা নদীর চরে ধানখেতে কাজ করতে যান হেলাল। কিছুক্ষণ কাজ করার পর তিনি বুঝতে পারেন তার পায়ে কিছু একটা কামড় দিয়েছে। পরে তিনি দেখতে পান পাশ দিয়ে একটি সাপ চলে যাচ্ছে। তিনি সাপটিকে ধরে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসেন। পরে জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার। মেডিকেল অফিসার ডা. তানসু সোমা বলেন, তাকে অ্যান্টিভেনম দিয়েছি।