বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদ্রাসা ছাত্রদের মাঝে ৫০০ কম্বল বিতরণ ও দোয়ার আয়োজন করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন পুস্তি। গতকাল সকালে সদর উপজেলার হাতিমারার জামি ‘আ হাকিমিয়া দারুল উলূম মাদরাসা এবং আশপাশের কয়েকটি মাদরাসার ছাত্রদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। মোশারফ হোসেন পুস্তি বলেন, আমরা দোয়া করি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন।