বাগেরহাটের রামপালে কৃষকদের মাঝে উন্নতমানের ধানের বীজ বিতরণ করেছে বিএনপি। গতকাল সকালে উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শতাধিক কৃষকের মাঝে এসব ধানবীজ বিতরণ করেন বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি কৃষকদের দল।