নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। এর মধ্যে রয়েছে গারো হাজং সম্প্রদায়। গারোদের প্রধান উৎসব শস্য দেবতাকে সন্তুষ্ট করার পূজা ওয়ানগালা। কার্তিক-অগ্রহায়ণ মাসে নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসব পালন করে তারা।
দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমি প্রতিবছর এ উৎসব আয়োজন করে। এবার কলমাকান্দার পাঁচগাঁও সীমান্তে হয়েছে ওয়ানগালা উৎসব। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবে উপজেলার সাতটি সাংস্কৃতিক দল অংশ নেয়।