বগুড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নয়মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন (৪৮) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার লাকি বেগমকে (৩৭) আটক করা হয়। সন্দেহভাজন ওই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ কারবার করতেন।