ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ আফরোজ মিয়া নিহতের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আপন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাত ১০টার দিকে সরাইল উপজেলার চান্দুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আপন মিয়া উপজেলার দেওড়া গ্রামের চারুহাটির মন্নান মিয়ার ছেলে। গতকাল র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।