ফেনী সদর উপজেলার ছোট ধলিয়া গ্রামে অস্ত্রের মুখে ২০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, একটি আইফোন ও সিসি ক্যামেরার ডিভিআর লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ওই গ্রামের মো. মাইনুদ্দিনের (৪৮) বাড়িতে এ ঘটনায় ঘটে। ওসি মো. সামসুজ্জামান বলেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।