কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মুখ পোড়ানো এবং নারায়ণগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। দুই জেলায় পাওয়া গেছে আরও দুজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : ভেড়ামারা উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মুখ পোড়ানো লাশ পাওয়া গেছে। উপজেলার রামচন্দ্রপুর বিলপাড়া ধান খেতে থেকে গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। মৃতের আনুমানিক বয়স ৪০ বছর। ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যা করে মুখ পুড়িয়ে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জের ওয়াদা কলোনি বউবাজার এলাকায় পরিত্যক্ত ভবন থেকে তাকবির (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার কামারগাঁও এলাকার র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে গতকাল তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী আদিলকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে গতকাল আজাদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজাদ সন্দীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের আকবর হোসেনের ছেলে।