বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রথমবারের মতো হলো নবান্ন উৎসব। সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত উৎসবে স্লোগান ছিল ‘ফিরে চল মাটির টানে’। বাংলার কৃষিভিত্তিক ঐতিহ্য, লোকজ জীবন ও গ্রামীণ সংস্কৃতি কেন্দ্র করে দিনব্যাপী নানা অনুষ্ঠান হয় ক্যাম্পাসজুড়ে। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সকালে অনুষ্ঠান শুরু হয়। এরপর উদ্বোধন, প্রকাশনা, র্যালি ও ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলাসহ নানা অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। বিকালে কবি জীবনানন্দ মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাবের আহমেদ বলেন, লোকসংস্কৃতি নানা চাপের মুখে টিকে আছে। যা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের জন্য হুমকি। শিক্ষার্থীদের শেকড়ের দিকে ফিরে তাকানোর এমন উদ্যোগ খুবই ইতিবাচক।
সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক কাজী মারজান বলেন, বাউলসহ লোকশিল্পীদের ওপর আক্রমণ আমাদের লোকসংস্কৃতির জন্য হুমকি। নবান্ন উৎসবের মাধ্যমে আমরা শেকড়, মাটি ও মানুষের গানের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করাতে চাই। প্রথমবারের মতো ব্রজমোহন কলেজে নবান্ন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে নবান্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।