বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, জনগণের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি বলেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আরেকটি গোষ্ঠী মাঠে নেমে হাসিনার মতো ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে জনগণকে ধোকা দিচ্ছে। দেশের এ ক্রান্তিলগ্নে সব দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল আরিচা পুরাতন ৪ নম্বর লঞ্চঘাট এলাকায় ৩১ দফা প্রচার ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু এতে সভাপতিত্ব করেন।