নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত ইমদাদুল শেখ (৩৫) উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো. সিরাজুল শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বিবদমান দুটি পক্ষে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ শেষে বাড়ি ফেরার পথে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইমদাদুল শেখ মারা যান। নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।