শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ২৪৮ বস্তা টিসিবির চাল জব্দ করেছে পুলিশ। এ সময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবির এক ডিলারকে আটক করা হয়। গতকাল বিকালে পৌর শহরের শেখহাটি বাজারে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। আটক নজরুল সদরের পাকুরিয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, মেসার্স জান্নাত এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলাম একজন টিসিবি পণ্যের ডিলার। তিনি টিসিবির অন্য পণ্য গ্রাহকদের বিতরণ করলেও চাল না দিয়ে দোকানে অবৈধভাবে মজুত করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া সেখানে সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, ‘এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে টিসিবি ডিলার নজরুলকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’