পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থিতা পরিবর্তন এবং নেছারাবাদ উপজেলা থেকেই প্রার্থী মনোনয়নের দাবিতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল উপজেলার মিয়ারহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন করেন, স্বাধীনতার পর থেকে নেছারাবাদ উপজেলা থেকে কখনোই বিএনপির কোনো প্রার্থী মনোনীত হয়নি। এ কারণে এ এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছে। তাদের দাবি, তিনটি উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৪০ হাজার। স্থানীয়ভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দল আরও শক্তিশালী অবস্থানে থাকবে।