চাচাতো ভাইকে হত্যার দায়ে যশোরে আপন দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার ছোট পোদাউলিয়া গ্রামের ছবেদ আলীর ছেলে ওসমান গণি ও আলী হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে ছোট পোদাউলিয়া গ্রামের নূরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান গণি ও আলী হোসেনের বিরোধ ছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর কামরুলকে ওসমান ও আলী হোসেন দা দিয়ে কুপিয়ে হত্যা করে।