মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার পিস্তলসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মালসাদহ এলাকায় তার বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটক মনিরুজ্জামান মনি সাবেক পুলিশ সদস্য মহিউদ্দিনের ছেলে। গাংনী থানার ওসি বনিইস্রাইল বলেন, ‘মনিরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’