ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি করায় এক সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পৌরসভার কাউতলী এলাকায় ফুলকলি সুপার শপে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ চকলেট, দুধসহ বিভিন্ন শিশুখাদ্য বিক্রি করায় জরিমানা করা হয়েছে।