বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি মাছের ঘেরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার উত্তর লড়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে। চিতলমারী থানার ওসি রোকেয়া খানম জানান, গতকাল ভোরে তিনি মাছের ঘেরে কাজ করতে যান। ১১টার দিকে স্থানীয়রা তার নিথরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে।