রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অভিযান চালিয়ে পাঁচটি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল বিশ্ববিদ্যালয়ের রাকসু ও প্রক্টর দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ, সিলসিলা, পরিবহন ও টুকিটাকি চত্বরের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় প্রক্টরিয়াল টিম, রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, কনজুমার ইয়ুথ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্তার সহকারী পরিচালক ফজলে এলাহি বলেন, ‘রাকসু নেতা এবং শিক্ষার্থীদের আহ্বানে এ অভিযান চালানো হয়েছে।