নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোরে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় এগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানান, দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার লোড দিয়ে তানোর উপজেলার তালন্দ এলাকায় নেওয়া হচ্ছিল। পাচার হচ্ছে সন্দেহে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে প্রশাসন সারগুলো জব্দ করে। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ‘জব্দ করা সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।’