রংপুরের তারাগঞ্জে চকোলেটের প্রলোভন দেখিয়ে ১৯ মাস বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রাব্বীকে (২০) আটক করেছে র্যাব। গতকাল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বসনিয়া পাড়া থেকে তাকে আটক করা হয়। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। র্যাব জানায়, ৩১ জুলাই রাব্বী শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।