জয়পুরহাটের তিন হিমাগারের বিরুদ্ধে গোপনে কৃষক ও ব্যবসায়ীদের প্রায় ৮৩ হাজার বস্তা (৬০ কেজির) আলু বিক্রির অভিযোগ পাওয়া গেছে। কৃষকরা বলছেন বীজ হিসেবে ব্যবহারের জন্য তারা উৎপাদিত এ আলু হিমাগারে রেখেছিলেন। হিমাগার মালিকরা তাদের না জানিয়ে বিক্রি করায় বাজার থেকে এখন চড়া দামে বীজ কিনতে হচ্ছে। হিমাগার মালিকরা বলছেন, ক্রমাগত দাম কমায় উভয়পক্ষের লোকসান ঠেকাতে কিছু আলু বিক্রি করা হয়েছে। বাজারদর অনুযায়ী পরিশোধ করা হচ্ছে আলুর মালিকদের টাকা। অভিযোগের সত্যতা পেয়ে ক্ষতিপূরণের পাশাপাশি কৃষি বিপণন বিভাগের পক্ষ থেকে অভিযুক্ত হিমাগার মালিকদের সতর্ক করা হয়েছে। ভুক্তভোগী কৃষক ও ব্যবসায়ীরা জানান, তারা পাঁচবিবি উপজেলার চানপাড়ার সাথী হিমাগার, ক্ষেতলালের ভাসিলার মোল্লা কোল্ড স্টোরেজ ও আয়মাপুর হাফিজার রহমান বীজ হিমাগারে আলু রেখেছিলেন। সাথী হিমাগারে ৫০ হাজার, মোল্লা হিমাগারে ২৮ ও হাফিজার বীজ হিমাগার থেকে ৫ হাজার বস্তা আলু গোপনে বিক্রি করে দিয়েছে হিমাগার মালিকরা। এতে দুশ্চিন্তায় পড়েছেন সহস্রাধিক কৃষক। দাহুরিয়ার সাদ্দাম হোসেন বলেন, চাষের জন্য ৬৪ বস্তা বীজ রেখেছিলাম সাথী হিমাগারে। মালিকরা আমাকে না জানিয়ে বিক্রি করেছেন। সাথী হিমাগারের জি এম শেখ মো. রিপন বলেন, ‘টেকনিক্যাল কারণে বীজ নয় কিছু খাবার মানের আলু বিক্রি করা হয়েছে। বিক্রি না করলে আলুগুলো নষ্ট হয়ে যেত। মোল্লা হিমাগারের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কৃষকের বীজ আলু নয় ব্যবসায়ীদের কিছু আলু বিক্রি করা হয়েছে। যার দুই তৃতীয়াংশ’ গ্রাহকের টাকা পরিশোধ করা হয়েছে। হাফিজার রহমান বীজ হিমাগারের মালিক আশরাফ আলী বলেন, ‘আলুর দাম কমতে থাকায় ৩ হাজার বস্তা বিক্রি করেছি। যেগুলোর টাকা বর্তমান বাজারদরে পরিশোধও করা হয়েছে। কৃষি বিপণন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, ‘তিনটি হিমাগার থেকে ৫৫ হাজার আলু বিক্রির প্রমাণ মিলেছে। বাজার অনুযায়ী সেই আলুর দাম পরিশোধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা