বন্যায় পানির তীব্র স্রোতে সেতু ভেঙে গেছে। কয়েকটি জায়গায় সেতুর খণ্ডিতাংশ দাঁড়িয়ে ও কিছু পানিতে ডুবে আছে। লালমনিরহাটের দিগলটারি এলাকায় দালাইলামা ছড়ার ওপর নির্মিত সেতুটি এভাবে আট বছর ধরে পড়ে আছে। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে শত শত পরিবার। এদিকে এ কারণে সৃষ্ট জলাবদ্ধতায় এ এলাকার বিপুল সংখ্যক কৃষক তেমন কোনো ফসল আবাদও করতে পারেন না। বারবার আবেদন করলেও জনপ্রতিনিধিরা নিচ্ছেন না কোনো ব্যবস্থা, অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা জানায়, জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিগলটারি বিজিবি ক্যাম্পের পূর্বে এবং ডিগ্রিচর এলাকার মধ্যবর্তী স্থানে এই ভাঙা সেতু। এ কারণে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই পাড়ের অন্তত আট শতাধিক পরিবারকে। স্থানীয়রা আরও জানায়, ২০১৬ সালে স্থানীয় সরকার প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু মাত্র এক বছরের মাথায় ২০১৭ সালের বন্যায় সেটি ভেঙে ভেসে যায়। এরপর থেকে স্থানীয়রা কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ভারত থেকে আসা গিরিধর নদীর পানির প্রধান প্রবাহ এই এলাকায়। বর্ষা মৌসুমে নদীর পানি উপচে দুই পাশে ছড়িয়ে পড়ে। বন্যা শেষ হলেও নিচু এলাকা হওয়ায় সেখানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। মানুষের যাতায়াতও প্রায় বন্ধ হয়ে পড়ে। এই ভাঙা সেতুর কারণে দুই পাড়ের মানুষকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন গুরুতর অসুস্থ, শিক্ষার্থী এবং কৃষক। স্থানীয় বাসিন্দা নুর মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাঘাট কাঁচা, তার ওপর সেতুটি ভেঙে পড়ে আছে। বর্ষাকালে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমরাও চলাচল করতে পারি না। কেউ অসুস্থ হলে চিকিৎসায় অসুবিধা হয়। তখন তাকে কাঁধে করে নিয়ে যেতে হয়, কোনো যানবাহন আসার উপায় নেই। আলমগীর হোসেন বলেন, বর্ষাকালে আমরা পুরোপুরি বন্দি হয়ে যাই। কৃষক জামাল হোসেন বলেন, ওই সেতুর পাশেই আমার দুই বিঘা জমি। সারা বছর জলাবদ্ধ থাকে। এ কারণে আমি সেখানে তেমন কিছুই আবাদ করতে পারি না। এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাওসার আলম বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে দ্রুত কাজ করা সম্ভব হবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
সেতু ভেঙে দুর্ভোগে আট বছর
লালমনিরহাট - চলাচলে ভোগান্তি পোহাচ্ছে শত শত পরিবার, সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর