খানসামায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২০২১ সালের ১৫ নভেম্বর উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবনের মূল গেটে ঝুলছে তালা। চিকিৎসা কার্যক্রম বন্ধ এবং চার বছর ধরে পরিত্যক্ত থাকায় ভবনের বেশির ভাগ জায়গা ধুলা, মাকড়সার জাল ও আগাছায় ভরে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি। চুরি হচ্ছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। সংশ্লিষ্টরা জানান, জনবল ও অর্থনৈতিক বাজেট না থাকায় হাসপাতালটি উদ্বোধনের পর থেকেই বন্ধ। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে নির্মিত হাসপাতালটি প্রথমে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে এনে সীমিত বহির্বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জনবল সংকট থাকায় সেটিও বন্ধ হয়ে যায়। সরেজমিন গতকাল সেখানে দেখা যায়, ২০ শয্যার ওই হাসপাতাল ভবনের মূল গেটে তালা। আত্রাই নদীর তীরে জিয়া সেতু মোড়ে নির্মিত দুই তলা এ ভবনটি কার্যত পরিত্যক্ত। ওই ভবনের পাশে রয়েছে তিনটি আবাসিক কোয়ার্টার, রান্নাঘর, গ্যারেজ ও বিদ্যুৎ স্টেশনসহ প্রয়োজনীয় স্থাপনা। তবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় ভবনের বেশির ভাগ জায়গা ধুলা, মাকড়সার জাল ও আগাছায় ভরে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই হাসপাতাল থেকে বিদ্যুতের তার ও ভারী যন্ত্রপাতিসহ ৪-৫ লাখ টাকার মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খানসামা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এ এস এম রাকিবুল হাসান জানিয়েছেন, খানসামা ২০ শয্যা হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় সাড়ে ১২ লাখ টাকা। দ্রুত বিল পরিশোধ করতে স্বাস্থ্য বিভাগকে লিখিত চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। স্থানীয়রা জানান, এ হাসপাতাল চালু হলে খানসামার গোবিন্দপুর, টংগুয়া, বেলপুকুর, সহজপুর, হোসেনপুর, জাহাঙ্গীরপুর, বাশুলী, শুশুলী, ফরিদাবাদ, জয়গঞ্জ ও পার্শ্ববর্তী তুলশীপুরসহ আশপাশের ইউনিয়নের মানুষ স্বাস্থ্যসেবা পেত। পাশাপাশি পার্শ্ববর্তী বীরগঞ্জ, দেবীগঞ্জ, নীলফামারী সদর উপজেলার বাসিন্দারাও সেবা পেত। স্থানীয় সাজিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এত টাকা খরচ করে হাসপাতাল ভবন করা হয়েছে। কিন্তু চিকিৎসাসেবা চালু হলো না। এখন ভবনটা পড়ে আছে। খানসামা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালটির অবকাঠামো খুবই ভালো। কিন্তু জনবল ও আর্থিক বরাদ্দ না থাকায় সেবা চালু করা যায়নি। বিষয়টি নিয়ে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। নিয়মিত সেবা চালুর বিষয়ে যোগাযোগ অব্যাহত আছে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা