টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। ঋণ নিয়ে ধান আবাদ করেছিলেন এসব কৃষক। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এখন ঋণের বোঝা চেপে বসেছে এসব কৃষকের ঘাড়ে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর রাত থেকে পরেরদিন ভোর পর্যন্ত জেলায় গড়ে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়। যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ এবং নজিরবিহীন। বৃষ্টিতে জেলার ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান। জানা গেছে, দোকান থেকে বাকিতে সার-বীজসহ অন্যান্য উপকরণ নিয়ে আবার কেউ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমন ধান চাষাবাদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার হাজার হাজার কৃষক। আর কয়েক দিন পরেই কৃষক শুরু করতেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়েছে সেই ধান। এখন দোকানের বাকি এবং এনজিওর ঋণ কীভাবে পরিশোধ করবেন সেই দুশ্চিন্তার ছাপ কৃষকের চোখেমুখে। তবে শুধু ধানই নয় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, সরিষা, মাষকলাই, পিঁয়াজসহ শীতকালীন শাকসবজির। সদর উপজেলার কৃষক শরিফুল ইসলাম বলেন, এবার আমন ধান চাষ করে ঋণের বোঝা আরও বেড়ে গেল তার। একটি এনজিও থেকে ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে অন্যের ৫ বিঘা জমিতে আমন চাষ করেন তিনি। কিন্তু বৃষ্টিতে ক্ষতি হওয়ার পর এনজিওর ঋণ দিতে পারবেন না তিনি। পরিবারের সোনাদানা বিক্রি করে তার পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, আশা করেছিলাম এবার আমন চাষ করে ৫ বিঘা জমিতে ৭০ থেকে ৭৫ মণ ধান পাব। কিন্তু বৃষ্টির পরে ধানগাছের যে অবস্থা তাতে সবমিলিয়ে ৩০ মণ ধান পাওয়া যাবে কি না সন্দেহ। এ ছাড়া ধান কাটার জন্য শ্রমিককে মজুরি দিতে হবে। শুধু শরিফুলই নয় তার মতো চাঁপাইনবাবগঞ্জের কয়েক হাজার কৃষকের এখন একই দুশ্চিন্তা। সফিকুল নামে এক চাষি বলেন, আমার ৮ হাজার টাকা দোকানে বাকি রয়েছে। কিন্তু ধান তুলে এক টাকাও শোধ করতে পারব না। আবার সামনে মৌসুমে চাষাবাদের জন্য বাকিতে সার-বীজ ও কীটনাশক কিনতে হবে। ফলে এবারের ক্ষতির জের টানতে হবে পরের মৌসুমেও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইয়াছিন আলী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব কৃষককে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা