হুহু করে বাড়ছে পিঁয়াজের দাম। এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা। গত সপ্তাহে রাজবাড়ীর বিভিন্ন হাটবাজারে প্রতি মণ (৪০ কেজি) পিঁয়াজ বিক্রি হয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা। তবে চাষিরা বলছেন, এখন পিঁয়াজের দাম বাড়লেও সব মুনাফা যাচ্ছে গুটিকয় মজুতদারের পেটে। কারণ কৃষকের ঘরে এখন পিঁয়াজ নেই। সাধারণ কৃষক এর সুফলও পাচ্ছেন না। তাঁরা বঞ্চিত হচ্ছেন। ফরিদপুরের ভাঙ্গার বড় মুচকুরনি গ্রামের পিয়াজ চাষি নূর আলম শেখ (৪৫) বলেন, ‘পিঁয়াজের দাম এখন বেড়েছে। শতকরা ৯৫ ভাগ চাষির ঘরে পিঁয়াজ নেই। যেসব চাষির ঘরে পিঁয়াজ আছে তা খুবই সামান্য। যারা পিঁয়াজ কিনে মজুত করেছিল, তারা লাভবান হচ্ছে।’ চাষিরা বলছেন, ১৫-২০ দিন আগে পিঁয়াজের ঝাঁজ বাড়া শুরু করে। স্থানীয় কিছু মজুতদার মৌসুম শুরুর দিকেই কম দামে পিঁয়াজ কিনে মজুত করেছিলেন। তাঁদের কাছে এখনো পিঁয়াজ রয়েছে। দামের সুফল তাঁরাই পাচ্ছেন, কৃষক বঞ্চিত হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুরের এক ব্যবসায়ী বলেন, পিঁয়াজের বাজারে সিন্ডিকেট রয়েছে। তারা পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে জানান এই ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পিঁয়াজের সরবরাহ কম। বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে প্রতি মণ পিঁয়াজ বিক্রি হয়েছে ৪ হাজার টাকা। শুক্রবার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া হাটে প্রতি মণ বিক্রি হয়েছে ৪ হাজার ১০০ টাকা। গতকাল কোলারহাট ও মাশালিয়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে পিঁয়াজের সরবরাহ কম। মুড়িকাটা পিঁয়াজ আসা পর্যন্ত বাজারে সরবরাহ কম থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে এ বছর ৫ হাজার ৮৭৫ হেক্টর জমিতে মুড়িকাটা পিঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে পিঁয়াজ বাজারে আসতে আরও এক মাস লাগবে। এ ছাড়া চৈত্রের প্রথম সপ্তাহে হালি পিঁয়াজ বাজারে আসবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
পিঁয়াজের বাড়তি দাম মজুতদারদের পকেটে
ঘরে পিঁয়াজ নেই দাম বাড়লেও বঞ্চিত কৃষকরা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী ও অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর