খননের তিন বছর না যেতেই আবার ভরাট হচ্ছে জয়পুরহাটের চিরি নদী। প্রায় ২২ কিলোমিটার এ নদীর কোথাও কোথাও ছেয়ে গেছে কচুরিপানায়। কোনো কোনো স্থানে নেই পানি। খননের পর যে সুফল মিলছিল তা থেকে বঞ্চিত দুই পারের মানুষ। স্থানীয় বাসিন্দা ও নদী আন্দোলনের নেতারা মনে করছেন, অপরিকল্পিত খননে বালু-মাটি আবার নদীতে মিশে যাওয়া, বর্জ্য ফেলা ও ব্যবস্থাপনার অভাবে নদীর এ অবস্থা। নাব্য টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ রক্ষণাবেক্ষণ। স্থানীয় খনজনপুরের বাসিন্দা আবদুস সোবাহান বলেন, খননের আগে আমাদের বাড়ির কাছে চিরি নদীতে কিছু পানি থাকত সব সময়। প্রতিদিনের কাজে এ পানি ব্যবহার করতাম। কীভাবে নদী খনন করল, পানি থাকে না। নদী সংস্কার করে বরং আরও অসুবিধা হয়েছে। পানি পাচ্ছি না। আবার কচুরিপানায় ভরে গেছে। একই এলাকার আজাদ হোসেন বলেন, ছোট বেলায় নদীতে অনেক মাছ ধরা হতো। মনে হয়েছিল খননের পর নাব্য ফিরে আসবে। এখন তা দেখা যাচ্ছে না। বৃষ্টি হলেও বেশির ভাগ জায়গায় পানি থাকে না। পানি না থাকায় মাছ ধরা যায় না, গোসল করা যায় না। নদী আমাদের কোনো উপকারে আসছে না। কুঠিবাড়ী ব্রিজ এলাকার ফারুক হোসেন বলেন, কোটি কোটি টাকা খরচ করে নদী খনন করা হলো কিন্তু কোনো পানি নেই। তাহলে জনগণের কী লাভ হলো? আমরা তো কোনো সুবিধা পাচ্ছি না। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জয়পুরহাট জেলা সমন্বয়ক লুৎফুল্লাহিল কবির আরমান বলেন, চিরি নদী খনন হয়েছে পুরোপুরি অপরিকল্পিতভাবে। খননের সময় মাটি-বালু নদীর পাড়ে রাখা হয়েছিল। পরে বৃষ্টির পানিতে ধুয়ে আবার নদীতে পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। ফলে সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। কোটি কোটি টাকা খরচ করে নদী খননে কোনো লাভই হয়নি। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম বলেন, ১২০ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে জয়পুরহাটে ১৩০ কিলোমিটার চারটি নদীর খনন কাজ করা হয়েছে। এ থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। বন্যার ঝুঁকি কমেছে। নদীগুলো বড় কোনো নদীর সঙ্গে সংযুক্ত না থাকায় পানি কম থাকে। চিরি নদী ভরাট বা কচুরিপানা জমেছে এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। বরাদ্দ পেলে কচুরিপানা সরানো বা রক্ষণাবেক্ষণে কাজ করা হবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
মিলছে না খননের সুফল
জয়পুরহাট - তিন বছরেই ভরাট চিরি নদী সুবিধাবঞ্চিত দুই পাড়ের মানুষ অপরিকল্পিত কাজ হয়েছে দাবি স্থানীয়দের
শামিম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর