সাভারে ফজলে রাব্বি (২৩) নামে এক যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে সাভারের কলমা উত্তরপাড়া এলাকায় একটি বাউন্ডারির ভিতর জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। ফজলে রাব্বি কলমা উত্তরপাড়ার মৃত সত্তের খাঁর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। পুলিশ জানায়, ১৭ অক্টোবর কলমা এলাকা থেকে নিখোঁজ হন ফজলে রাব্বি। ১৯ অক্টোবর সাভার মডেল থানায় জিডি করে পরিবার। সাভার মডেল থানার এসআই ফাইজুল খান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।