কক্সবাজারের রামু, উখিয়া এবং টেকনাফে বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ১৩ বছর পার হতে চলেছে। এসব ঘটনায় দেড় ডজন মামলা হলেও সাক্ষীর অভাবে এগোয়নি বিচার কার্যক্রম। বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, রাজনৈতিক কারণে মামলার মূল বিষয় উঠে আসেনি এবং বিচার প্রক্রিয়া ধীর গতি হয়েছে। এ ঘটনায় দায়ের মামলাগুলো পুনঃতদন্ত, জড়িতদের শনাক্ত এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজার জেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সদস্যসচিব মিথুন বড়ুয়া বোথাম বলেন, এ ঘটনার পর দৃষ্টিনন্দন বিহার পাওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন ফের মজবুত হয়েছে। কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ এখনো থামেনি। রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া বলেন, ২০১২ সালের ওই হামলায় জড়িতরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের আবাসিক প্রধান ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, সাক্ষীর অভাবে বিচার কার্যক্রম ধীরগতিতে ছিল। মামলাগুলো সর্বশেষ কোন পরিস্থিতিতে আছে আমাদের কাছে তথ্য নেই। জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, বৌদ্ধপল্লি ট্র্যাজেডি ১৮টি মামলা বিভিন্ন আদালতে চলছে। সূত্রমতে, স্পর্শকাতর ও আলোচিত ১৮ মামলায় প্রায় ৯০০ আসামি ও ১৬০ সাক্ষী আছেন। মামলাগুলো বিভিন্ন আদালতে বিচারাধীন। সাক্ষীদের নামে সমন জারি হলেও সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন তারা। রামুর বাসিন্দা সাজু বড়ুয়া বলেন, মামলার বাদী পুলিশ, তদন্তও করেছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, হামলার পর এলাকায় সব সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আগের মতো হয়েছে। গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বিহার। তাই নতুন করে সম্প্রীতি নষ্ট হওয়ার ভয়ে সাক্ষীরা সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন। রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি রিটন বড়ুয়া বলেন, হামলার ভিডিওতে যাদের দেখা গেছে তাদের অনেকেই চার্জশিট থেকে বাদ গেছে। আবার হামলায় জড়িত নেই এমন অনেকে আসামি হয়েছেন। উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর গভীর রাতে গুজবের জেরে রামুর ১২টি বৌদ্ধবিহার এবং বৌদ্ধপল্লির ২৬টি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয়। এর জেরে ৩০ সেপ্টেম্বর উখিয়া-টেকনাফের আরও সাতটি বৌদ্ধবিহার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা