আমন আবাদের ভরা মৌসুমে ঝিনাইদহে অনেক অসাধু ডিলার ও ব্যবসায়ীর বিরুদ্ধে কৃত্রিম সারসংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। এ কারণে অনেক স্থানে দেখা দিয়েছে রাসায়নিক সারের তীব্র সংকট। বাধ্য হয়ে বেশি দামে ইউরিয়া, টিএসপিসহ অন্যান্য সার কৃষকদের কিনতে হচ্ছে। এতে আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের অভিযোগ, সংকট দেখিয়ে ডিলাররা সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। তারা জানান, প্রথমে বলে সার নেই। পরে টাকা বেশি দিলে বলে সার আছে। সার ডিলাররা সিন্ডিকেট গড়ে তুলে কৃত্রিম সংকট তৈরি করছে। এদিকে মজুতকারী ও সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঝিনাইদহ প্রশাসন ও কৃষি বিভাগ। নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। তার পরও থামানো যাচ্ছে না কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রয়। সম্প্রতি ঝিনাইদহ প্রশাসন ও কৃষি বিভাগ অভিযান চালিয়ে সদর উপজেলার গান্না ইউনিয়নের বিসিআইসির ডিলার মিলন কুমার ঘোষকে ২০ হাজার টাকা অর্থদ ও লাইসেন্স জব্দ করে। শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ওই সময় মেসার্স আলামিন ট্রেডার্স ও খান ট্রেডার্স নামে দুটি সার বিক্রয় প্রতিষ্ঠানে অবৈধ সার মজুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আলামিন ট্রেডার্সের মালিক মজিদ ম লকে ৫০ হাজার টাকা ও খান ট্রেডার্সের মালিক মিনারুল খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার শৈলকুপা ফুলহরি বাজারে সার বেশি দামে বিক্রির অভিযোগে স্থানীয় সার ডিলারকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই দিন ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেসার্স প্রিন্স বীজ ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানকে সার দ্বিগুণ দামে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৪ হাজার ৪৯০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। চাষ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে। তবে অতিবৃষ্টির কারণে আমন ধান নিমজ্জিত হয়েছে ২৮৪ হেক্টরে। এ মাসে জেলায় ৫ হাজার ১২৬ টন ইউরিয়া, ৯৮২ টন টিএসপি, ১ হাজার ৭৪৮ টন ডিওপি ও ১ হাজার ৮১৮ টন এমওপি সারের চাহিদা রয়েছে। জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি জাহাঙ্গীর হোসেন জানান, আমরা চাহিদার তুলনায় সার কম পাচ্ছি। ওপর থেকে আমাদের বলা হচ্ছে এ সার দিয়ে কৃষকদের বুঝিয়ে ম্যানেজ করে নেন। সারসংকট থাকলেও আমাদের কিছু করার নেই। সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ডিলার মেসার্স সুমন ট্রেডার্সে সার নিতে আসা গয়েশপুর গ্রামের কৃষক আজিবর মোল্লা জানান, আমাদের এক বস্তা সারের প্রয়োজন, সেখানে সার দিচ্ছে ১০ কেজি। বানিয়াকান্দর গ্রামের কৃষক রেজাউল ইসলাম জানান, সারসংকটের কারণে এবার ধান জমিতে জমাতে পারেনি। পাগলাকানাই ইউনিয়নের ডিলার মেসার্স সুমন ট্রেডাসের ম্যানেজার নজিমুল ইসলাম জানান, সারের কোনো সংকট নেই। কৃষকরা একটু বাড়িয়ে কথা বলছেন। উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, সারের কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিমসংকট সৃষ্টি করতে না পারেন সেজন্য কঠোর মনিটরিং করা হচ্ছে। যদি কেউ বেশি দামে সার বিক্রি করে আমি কৃষকদের বলেছি, আপনারা রিসিট নিয়ে আসবেন, রিসিটে যদি লেখা থাকে ২৭ টাকার সার ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে সে ব্যবসায়ীর লাইসেন্স স্থগিত করার ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক আবদুল আওয়ালন জানান, সার নিয়ে আমরা সব সময় পর্যলোচনা করছি। কোথাও কোনো সার সংকট নেই।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা