পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘স্বৈরাচার হাসিনার শাসনামলে দক্ষিণাঞ্চলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জেলাগুলোর একটি ছিল পিরোজপুর। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি দপ্তরসহ সর্বত্র গড়ে উঠেছিল একটি অদৃশ্য সিন্ডিকেট- যারা দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ন্যায়বিচার ছিল কোণঠাসা, আর উন্নয়ন ছিল কাগজেকলমে সীমাবদ্ধ। মানুষ তখন সবচেয়ে বেশি ভুগেছে নিরাপত্তাহীনতা, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের কারণে।’ গতকাল সকালে পিরোজপুর সদর হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর পৌরসভার আমীর ইসহাক আলী খানের সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. মো. নিজামউদ্দিন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, পৌর সেক্রেটারি মো. আল আমিন প্রমুখ।