আলোকিত একটি সমাজ গঠনে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, ‘শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি, আর এ শক্তির মূল ভিত্তি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা। তাই একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গড়তে হলে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।’
রবিবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ‘অফিসার্স লাউঞ্জে’ সব শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষক যখন মানসিক স্বস্তি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় অনুপ্রেরণা পান, তখন তিনি মেধা ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের শিক্ষার্থীদের আরও দক্ষ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায় সভাপতিত্ব করেন।