খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুত আছে, গেল বছর এ সময় ছিল সাড়ে ১১ লাখ টন। এখনো ৩ লাখ টন বেশি মজুত আছে। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যাওযায় সময়ে চাহিদার থেকে মজুত বেশি থাকে তা নিশ্চিত করার জন্যও কাজ করছি। গতকাল কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সব উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রণকসহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্যদ্রব্যের দাম প্রসঙ্গে বলেন, চাল-গম, ভুট্টার দাম নিম্নমুখী আছে। তবে এ বিষয়ে অভিযোগ আছে, কৃষক লাভবান হচ্ছে না। এ তিনটি খাদ্যদ্রব্যের দাম বাড়েনি বরং কমেছে।