নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা খেলাপি ঋণ পরিশোধে কল ব্যাক নোটিস জারি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার দুই অংশীদারের বিরুদ্ধে এ নোটিস জারি করা হয়। নোটিসে ১৮ ডিসেম্বরের মধ্যে এই ঋণ পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত বুধবার শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত নোটিসটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়। জানা যায়, আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান মান্না ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ২৫ শতাংশ ও তার স্ত্রী পরিচালক ইসমত আরা লাইজু ২৫ শতাংশের মালিক। ৩ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান ও অন্য অংশীদারদের বিরুদ্ধে পাঠানো নোটিসে খেলাপি বিনিয়োগের দায়ে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়েছে। ব্যাংকের নোটিসে বলা হয়, ২০১০ সালে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদনের পর প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি। ফলে বর্তমানে বকেয়া বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও খেলাপি ঋণ পরিশোধে কোনো অগ্রগতি না হওয়ায় চূড়ান্ত সতর্কতা হিসেবে নোটিস পাঠানো হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিষ্ঠানের নামে ঋণ আছে এটা সঠিক। তবে চিঠির বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী শিডিউলের মাধ্যমে খেলাপি ঋণ পরিশোধের চেষ্টা চলছে বলে তিনি জানান।