আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কনভেনশন বাস্তবায়নে ইইউ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে তারা। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায় ইইউ। বিবৃতিতে বলা হয়, কনভেনশন অনুসমর্থন শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কনভেনশন বাস্তবায়নে ইইউ সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা আশা করছি আগামী নির্বাচন পরবর্তী নতুন সংসদ এ অগ্রগতি ধরে রাখবে এবং আরও এগিয়ে নেবে।
এ ছাড়া আরও বলা হয়, এসব পদক্ষেপ বাংলাদেশের দায়িত্বশীল ও নীতিবান অংশীদার হিসেবে ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। যা ইউরোপীয় ভোক্তা ও বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত মূল্যবান। ইউরোপে বাংলাদেশের রপ্তানি বাড়াতে এই পদক্ষেপ ইইউ বাজারে প্রবেশাধিকারে অগ্রাধিকার পাবে।