বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্মিলিত মহড়ার অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ মহড়ায় অংশ নেওয়া মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীদের মাঝে গতকাল সার্টিফিকেট বিতরণ করেন সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন। গতকাল আইএসপিআর জানায়, এর আগে ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভুত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী একটি কর্মশালার অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সদস্য ও ১২০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসার ওপর মাঠপর্যায়ে দলভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থেকে ৩৭৫ জন মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীরা অংশ নেয়।