বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধিদল। সন্ত্রাসবাদ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে গতকাল এটিইউর বারিধারা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদায়ি সহকারী আইন কর্মকর্তা রবার্ট জে ক্যামেরন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে সদ্য যোগদানকারী রাইলি পালমারট্রি বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া মার্কিন দূতাবাসের আইন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলামও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। এটিইউর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঞা, ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ মুসলিমসহ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকের শুরুতে এটিইউর সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পরে সন্ত্রাসবাদ দমনে যৌথ উদ্যোগ, তথ্যবিনিময় এবং দক্ষতা উন্নয়নে উভয় পক্ষই সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এটিইউ প্রধান বিদায়ি কর্মকর্তা রবার্ট জে ক্যামেরনের বাংলাদেশ পুলিশকে দেওয়া গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নবনিযুক্ত কর্মকর্তা রাইলি পালমারট্রিকে স্বাগত জানিয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।