নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় জাহাজ, ক্রাফটসহ আনুমানিক ৫ হাজার নৌ সদস্যকে নির্বাচনকালীন মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। এ সময় নবীন কর্মকর্তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি। গতকাল চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবার প্রশিক্ষণে ২ জন নারীসহ ৩১ জন সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। সব বিষয়ে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন সৈয়দ তাহসিন আহমেদ। প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকরে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেছেন মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ।
নৌবাহিনী প্রধান কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। এর আগে তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান, আগত অতিথি এবং প্রশিক্ষণ সম্পন্নকারী মিডশিপম্যানদের অভিভাবকরা নবীন কর্মকর্তাদের অ্যাপুলেট পরিয়ে দেন। অনুষ্ঠানে নেভাল অ্যাভিয়েশনের মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের বিশেষ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রপথে অপরাধ দমন, প্রাকৃতিক দুর্যোগে দেশবিদেশে মানবিক সহযোগিতা, সংকটকালে আইনশৃঙ্খলা রক্ষা, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে টহল ও উদ্ধার অভিযান পরিচালনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গৌরবময় ভূমিকা পালনের পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনী প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছে।