জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের আইনি ভিত্তি দরকার। তাই গণভোটের মাধ্যমেই একমাত্র জনগণের স্বীকৃতি নিয়ে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্র কর্তৃক আইনি ভিত্তি বাস্তবায়ন করতে হবে। গণভোট বিষয়ে জনগণকে অবগত করতে হবে। আগে গণভোট পরে জাতীয় নির্বাচন চাই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এনসিবি চেয়ারম্যান কাজী ছাব্বীরের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য কবি সানজিদা রসুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারী, এনসিবি মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক মিয়া, সেলিম পারভেজ, মো. আবুল বাশার, ভাইস চেয়ারম্যান কবি ফিরোজ আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রতন। সভাপতির বক্তবে কাজী ছাব্বীর বলেন, এক দুর্নীতিবাজ বিতাড়িত করে নতুন দুর্নীতিবাজকে ক্ষমতায় আনতে হাজার হাজার শিক্ষার্থী জীবন দেয়নি। স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও ইনসাফ কায়েম হয়নি। ভোটাধিকার হরণ হচ্ছে। দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ এগোতে পারছে না। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে ইনসাফ কায়েমের সরকার গঠন করতে হবে।